সিরিয়ায় আসাদের রাজত্ব গুড়িয়ে দেয়া কে এই আবু মোহাম্মদ আল জোলানী?
মাত্র ১২ দিনে ৫৪ বছরের বংশগত স্বৈরাচারকে উৎখাত করে অকল্পনীয় বিজয় এনেছে সিরিয়ার বিদ্রোহী দল হায়াত তাহরীর আল শাম, সংক্ষেপে এইচটিএস। ৪২ বছর বয়সী আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে পাওয়া এ বিজয়ে স্বাধীনতার ঘ্রাণ পাচ্ছে সিরিয়ার জনতা। তবে বিশ্ববাসীর মনে