Instant Index Api Key Pugin Setup
আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো বর্তমান ব্লগিং জগতের সবচেয়ে বড় সমস্যার সমাধান নিয়ে । তো বর্তমানে ব্লগিং বা ওয়েবসাইট দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনডেক্সিং । গুগল আপডেট আনতে আনতে তাদের সিস্টেম এতই কঠিন করেছে যে ওয়েবসাইট / পোস্ট ইনডেক্স করতে গিয়ে ঘাম ঝড়ে যায় ।
আজ আপনাদের শিখাবো কিভাবে Instant index Api Key Setup করে আপনার ওয়েব সাইটের পোস্ট Instant Index করাবেন । হ্যাঁ ঠিক ই শুনেছেন এই Setup এর মাধ্যমে আপনি আপনার সাইটের পোস্ট পেজ Google Instant Index করতে পারবেন ।
ফেসবুকে দেখলাম অনেকেই এই সাধারণ কাজের জন্য অনেক টাকা চেয়ে বসছে । আসলে সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এই সাধারণ কাজ গুলো অনেক বেশি টাকা খরচ করে করিয়ে নেই । তো আজ আমরা এই Instant Index Api Key Setup সম্পর্কে জানবো এবং লাইভ শিখবো যে কিভাবে করতে হয় এই Setup প্রসেসটা ।
আরো পড়ুনঃ SEO কি? SEO কিভাবে শিখবো? এসইও কেন গুরুত্বপূর্ণ? SEO কত প্রকার?
আমরা Instant Index Api Key Setup এর কাজগুলো কয়েকটি ধাপে সম্পন্ন করবো এতে আমারও বুঝাতে সহজ হবে এবং আপনারাও সহজেই বুঝতে পারবেন এবং কাজগুলো সহজভাবে করতে পারবেন ।
আর হ্যাঁ এই কাজটি আপনি মোবাইল এবং কম্পিউটার যেকোনো মাধ্যমেই করতে পারবেন । আর কম্পিউটার এর চেয়ে মোবাইল দিয়েই সহজ বেশি কারণ কম্পিউটার দিয়ে করতে গেলে আপনাকে বেশ কিছু স্টেপ হলো করতে হবে কিন্তু মোবাইল দিয়ে সহজেই অল্পতেই কাজ শেষ করা যাবে তবে আপনার কম্পিউটার থাকলে আপনি কম্পিউটার দিয়েই করবেন । আর আমি মোবাইল দিয়ে করে দেখাবো ।
Instant Index Api Key Setup কি ?
এটি একটি গুগলের নিজস্ব সার্ভিস । এটির মাধ্যমে নিউজ ও জব পোস্টিং সাইটগুলো র পোস্ট সময় মতো সবার কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করা হয় । তবে এটির মাধ্যমে আমরা যেকোনো ওয়েবসাইটেই Instant Indexing এর কাজ করতে পারবেন । এটি একদম লিগ্যাল কাজ কোনো চিটিং ফিটিং নাই । Instant Index Api Key Setup করলে আপনার সাইট নতুন হলে ৫/১০ ঘন্টা সময় লাগবে Index হতে আর পুরনো হয়ে গেলে ১০/২০ মিনিটের মধ্যেই Index হয়ে যায় ।
Create an Indexing Api Project
আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে Api Project তৈরি করা তাই আমরা প্রথমে Project তৈরি করবো আর এখিন থেকে কাজ ধরে Api Project থেকে শুরু করে Instant Index Api Key Setup এর মূল কাজগুলো শেষ করবো তিনি মনোযোগ সহকারে পড়ুন । তো Api Project তৈরি করার জন্য এখানে ক্লিক করুন । ক্লিক করলে নিচের মতো আসবে ।

Create Project এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।আর হ্যাঁ মোবাইল দিয়ে এই কাজ করার সময় আপনার নেট কানেকশন ভালো থাকলেও এই ওয়েবসাইট একটু সময় নেয় লোড হতে তাই ধৈর্য সহকারে কাজটি করবেন ।
আমি যেভাবে করছি আপনারাও আমিকে সেইমভাবে অনুসরণ করতে পারেন । Project Name এ আপনার ওয়েবসাইটের নাম দিন এবং Create বাটনে ক্লিক করুন । এবার নিচের মতো আসবে ।

এবার Project Confirm করার জন্য NEXT এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এবার আমাদের Indexing Api Enable করতে হবে । ENABLE এ ক্লিক করলেই হবে যাবে । নিচের মতো আসবে ।

ব্যাস আমাদের Project তৈরিও হয়ে গেল আবার Indexing Api Key ও Enable হয়ে গেল । এটাই হচ্ছে মোবাইল এ করার সুবিধা একসাথে দুই কাজ হয়ে গেলো । কিন্তু কম্পিউটার এ করতে গেলে Indexing Api আলাদা ভাবে পরে তৈরি করতে হয় । আর হ্যাঁ আমাদের প্রথম ধাপ শেষ 😀😀।
Create Service Account
Service Account তৈরি করার জন্য আমরা যেখানে প্রথম ধাপ শেষ করেছি সেই জায়গা থেকেই শুরু করতে হবে । তো আমরা প্রথম ধাপ এ নিচে ছিলাম 😂 ।

উপরে দেখানো মেনুতে ক্লিক করুন । নিচের মতো মেনু আসবে ।

IAM & Admin লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

দেখুন Service Accounts লেখা আছে ওইখানে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

উপরের মতো পেজ আসবে । মার্ক করে দেখানো মেনুতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এখন CREATE SERVICE ACCOUNT লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

উপরের মতো আপনার সাইটের নাম দিন । এবার একটু ডান থেকে ডামে টানুন । নিচের মতো আসবে ।

মার্ক করা চিহ্নে করে ইউজার নেম তৈরি করে নিন এবং CREATE AND CONTINUE তে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

উপরের বক্সে করে Owner এ খুঁজে সিলেক্ট করে দিন এবং Continue তে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এখানে কিছুই দেয়ার দরকার নেই । DONE এ ক্লিক করে দিন । ব্যাস হয়ে গেলো আমাদের Service Account Create করা । কি সহজ না ? 😎 আসুন পরবর্তী ধাপ এ যাই ।
Create an Api Key
এবারও আমরা শেষ থেকে শুরু করবো 😁😁 মানে যেখানে শেষ করেছি দ্বিতীয় ধাপ সেখান থেকেই শুরু করবো । তো উপরের DONE এ ক্লিক করলে নিচের মতো পেজ এ নিয়ে আসবে ।

উপরে যে Address টি দেখতে পাচ্ছি সেটা কপি করে রাখুন বা কোথাও লিখে রাখুন তাহলে পরবর্তী কাজগুলো করতে সহজ হয়ে যাবে । উপরে দেখানো 3 Dot এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এখন Manage Keys লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এবার উপরের মতো ADD KEY লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এবার Create new key লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

উপরের JSON সিলেক্ট করাই থাকবে এবং Create লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

ব্যাস আমাদের Key Create করা হয়ে গেছে 🥳🥳 এবং Key File একাই ডাউনলোড হয়ে গেছে আমাদের ফোন মেমোরিতে ।
ব্যাস আমরা সফলভাবে Instant Index Api Key Setup এর মূল কাজগুলো শেষ করেছি । উপরের কাজগুলো একধমে মানে তখন শুরু করবেন তখনই শেষ করবেন তাছাড়া একটু করে রাখলেন পরে বাকিটা করবেন এমন হলে গুলিয়ে যাবে সব । আশা করি বুঝতে পেরেছেন । আথ ওই সাইটে আমাদের আর কোনো কাজ নেই । এবার আমাদের Search Console এবং ওয়েবসাইটের কাজগুলো বাকি আছে ।
Add an Owner to Search Console
এবার আমাদের Search Console এ Owner Add করতে হবে তো চলুন শুরু করা যাক ।
তো আপনার কাঙ্খিত জিমেইল থেকে আপনার সার্চ কনসোল এ যান ।

একাধিক ওয়েবসাইটে যুক্ত থাকলে আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করুন । এবার 3 Dot Menu তে ক্লিক করুন ।

Settings এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

Users and permissions লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

উপরে দেখানো 3 Dot এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

Manage property owners এ ক্লিক করুন । ভুলেও উপরের ADD USER এ ক্লিক করবেন না । নিচের মতো আসবে ।
আপডেটঃ Google Search Console আপডেট হওয়ার কারণে আর Manage User Option পাবেন না । তাই উপরের Add User এ ক্লিক করে উক্ত Address লিখুন এবং Permission Owner করে এড করলেই হয়ে যাবে । ধন্যবাদ 🔥

Add an owner লেখাতে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

আমরা যে ২য় ধাপে Service Account Create করছিলাম এবং বলেছিলাম যে এটি কপি বা কোথাও লিখে রাখুন , মনে পড়ে সেই ২৫ বছর আগের কথা ? 😁😁 মজা করছিলাম ।।
ওই Address টি উপরের বক্সে লিখুন এবং Continue এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এইরকম দেখাবে । ব্যাস হয়ে গেলো আমাদের Owner Add করা । এখন আর একটি কাজ বাকি আছে । এটা হলেই আপনার সাইট হ্যাক 🤕 না মানে Instant Index এর জন্য রেডি হয়ে যাবে 🥳🥳 ।
এখন আমরা মেইন কাজ করবো । আমরা যে JSON FILE টি ডাউনলোড করেছিলাম সেই ফাইল থেকে কোড নিয়ে ওয়েবসাইটে বসালেই হয়ে যাবে । তবে অনেক ফোনেই JSON FILE ওপেন করা যাচ্ছিল না । মানে আমার ফোনেই হচ্ছিলো না । তাই আগে আমরা JSON FILE টি সঠিকভাবে পেতে পারি সেই পদ্ধতি টি জানবো । এই সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করতেন তিনি আগেই বলে দিচ্ছি ।
How to get JSON File Code
এই জন্য আমাদের একটি অ্যাপস প্রয়োজন হবে । এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন ।

উপরের অ্যাপটি । ডাউনলোড হলে Open এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

কয়েকটা Access চাইবে সেগুলো দিয়ে দিবেন । এখন View json file লেখাতে ক্লিক করুন । নিচের মতো পপআপ আসবে ।

এখন Pick json file এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

আপনাকে আপনার ফাইল ম্যানেজার এ নিয়ে যাবে এবং আপনার যেই ফোল্ডারে ফালটি ডাউনলোড হয়েছ সেটি খুঁজে বের করুন এবং ফাইলের উপর ক্লিক করুন । নিচের মতো আসবে ।

উপরের মতো কোড আসবে । এবার আমরা সাধারণত যেভাবে কপি করে সেইমভাবে লেখা চেপে ধরে Select All করে দিন ।

এবং Copy তে ক্লিক করে কপি করে নিন । ব্যাস আমাদের কোড বের করা শেষ । এবার আমাদের ওয়েবসাইটের আসল কাজ ।
Instant Index Plugin Setup
এর জন্য আপনাকে WordPress সাইটের Dashboard > Plugin > Add new plugin এ যান এবং সার্চ করুন Instant Index লিখে ।

উপরের Plugin Install করে Active করে নিন ।

এবার আপনার ওয়েবসাইটের মেনুতে দেখুন Instant Indexing নামে একটি অপশন এসেছে । ওখানে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

উপরের মতো বক্স থাকবে সেখানে কপি করা কোডটি বসিয়ে Save Change লেখাতে ক্লিক করুন ।

ব্যাস হয়ে গেল আমাদের কোড বসানোর কাজ এবং সকল কাজ শেষ হয়ে গেলো । এবার চিল মারো মাঠে গিয়ে 😎😁 ।
এখন আপনি পোস্ট করলেই সেই পোস্টগুলো Instant Indexing এর জন্য Auto Apply হয়ে যাবে । আর এখন আমরা আগের করা পোস্টগুলো Index করার জন্য রিকুয়েস্ট পাঠাবো । এর জন্য Menu > Post > All Post এ যান ।

সবগুলো পোস্ট সিলেক্ট করে নিচের বক্সে ক্লিক করুন । নিচের মতো আসবে ।

এখন Instant Indexing Update টা সিলেক্ট করুন ।

এবার Apply এ ক্লিক করুন । নিচের মতো আসবে ।

দেখুন Success হয়েছে মানে আপনাদের পোস্ট ও সাইটের তথ্য হ্যাকারের কাছে চলে গেছে 🥳🥳 না মানে গুগলের কাছে পোস্ট Indexing এর জন্য গেছে । তো আপনারা Get Status সিলেক্ট করে আপনার পোস্টের অবস্থা জানতে পারবেন ।
তো আমাদের Instant Indexing Api Key Setup in Bangla এর সম্পূর্ণ টিউটরিয়াল শেষ হয়ে গেলো । আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন । আর হ্যাঁ কাজে লাগলে অবশ্যই কমেন্ট করেয জানাবেন কারণ এই পোস্ট লিখতে এবং রেডি করে ওয়েবসাইটে পাবলিস করতে ২/৩ দিন সময় লেগেছে সম্পূর্ণ টিউটরিয়াল সাজাতে , সো এইটুকু আশা করতেই পারি ।
বি:দ্র: পোষ্ট সম্পূর্ণ কপিরাইট ক্রেডিট Projukty & Nazmul Islam.
আর্টিকেলটি নিয়ে মতামত লিখুন